ব্রাজিল কোচের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত ফিরমিনো

চোটে পড়া গাব্রিয়েল জেসুসের অভাব রবের্ত ফিরমিনো পূরণ করতে পারবে বলে বিশ্বাস ব্রাজিল কোচে তিতের। লিভারপুলের এই ফরোয়ার্ডও দিয়েছেন আস্থার প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 08:21 AM
Updated : 23 March 2017, 08:22 AM

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় উরুগুয়ের মাঠে খেলবে ব্রাজিল।

১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। উরুগুয়ের মাঠে খেলার পাঁচ দিন পর তারা প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। এ দুই ম্যাচে হার এড়াতে পারলে তিতের দলের রাশিয়া বিশ্বকাপের টিকেট পাওয়া অনেকটা নিশ্চিত হয়ে যাবে।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না জেসুস; পায়ের চোটের কারণে ছিটকে গেছেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিভারপুলের হয়ে আলো ছড়ানো ফিরমিনো জেসুসের শূন্যতা পূরণে আশাবাদী।

“আমি মনে করি, আমাদের খেলার মধ্যে মিল আছে, যেটা ভালো ব্যাপার। দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়েছে গাব্রিয়েল। আমি প্রস্তুত। আমার জন্য এটা সবকিছু...দারুণ সুযোগ। যদি কোচ আমাকে খেলান, তাহলে নিজের সেরাটাই দেব।”

গত নভেম্বরে তুরস্কের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে অভিষেক ফিরমিনোর। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে ৫ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।