গ্রিজমানের স্বপ্ন বার্সা-রিয়ালে খেলার

অনেকের কাছে স্বপ্নের ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। অতোঁয়াত গ্রিজমানেরও স্বপ্ন আছে এই তিন ক্লাবে খেলার। তবে এখনই আতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান না ফরাসি এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 11:17 AM
Updated : 21 March 2017, 11:17 AM

স্পেনের দৈনিক মার্কার সঙ্গে আলাপচারিতায় গ্রিজমান নিজের ক্লাব ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে কথা বলেন। 
 
“ভবিষ্যতে আমি কি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার হয়ে খেলতে পারি? কেন নয়। এই দুই বড় দলের হয়ে বা বায়ার্ন মিউনিখে খেলা সব খেলোয়াড়েরই স্বপ্ন।”
“কিন্তু এ মুহূর্তে নিজেকে বার্সা বা মাদ্রিদে কিংবা অন্য কোনো ক্লাবে দেখছি না। এখন যেখানে আছি, সুখে আছি।”
 
দলবদলের বাজারে গুঞ্জন, ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড গ্রিজমানকে নিতে আগ্রহী। তবে ফ্রান্সের এই ২৬ বছর বয়সী ফরোয়ার্ড জানিয়েছেন, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ, চীনের লিগ, কোথাও যাওয়ার ইচ্ছা নেই তার।