‘বার্সায় কোচ হচ্ছেন না আল্লেগ্রি’

ইউভেন্তুসের কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির প্রতি বার্সেলোনার আগ্রহের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2017, 10:30 AM
Updated : 21 March 2017, 10:30 AM

এ মাসের শুরুর দিকে হঠাৎ করেই মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ২০১৪ সালে কোচ হওয়া লুইস এনরিকে। সেই থেকে তার উত্তরসূরির খোঁজে রয়েছে কাতালুনিয়ার দলটি।

একটি প্রতিবেদনে বলা হয়, ইউভেন্তুসের হয়ে দুটি সেরি আ শিরোপা জেতা আল্লেগ্রির সঙ্গে যোগাযোগ করেছে বার্সেলোনা। কাদেনা সেরের সঙ্গে আলাপচারিতায় কাতালান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর রবের্ত ফের্নান্দেস ইতালিয়ান এই কোচকে আনার সম্ভাবনা নেই বলেই জানান।

“এটা সত্য নয় যে আলেগ্রি আসছেন।”

বার্সেলোনারই সহকারী কোচ হুয়ান কার্লোস উনসুয়ে ও আথলেতিক বিলাবাওয়ের কোচ আরনেস্তো ভালভেরদের প্রতি আগ্রহের কথা জানান ফের্নান্দেস।

“উনসু ক্লাবকে আসলেই খুব ভালোভাবে জানে। আমাদের পদ্ধতি, খেলোয়াড়দের জানে। তো (এই দায়িত্বের জন্য) সে তৈরি।”

“ভালভেরদেও কয়েকটা ভালো মৌসুম কাটিয়েছে এবং এটা শুধু আথলেতিক বিলবাওতে না।”