'মেসির অর্জনের পুনরাবৃত্তি করা কঠিন'

লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ জেরার্দ পিকের মতে, তার সতীর্থের অর্জনগুলো কারও পক্ষে আবার করে দেখানোটা খুবই কঠিন হবে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2017, 12:18 PM
Updated : 20 March 2017, 12:18 PM

মেসির জোড়া গোলে রোববার লা লিগার ম্যাচে ৪-২ গোলে জয় পায় বার্সেলোনা। এ নিয়ে চলতি লিগে গোলদাতার তালিকায় শীর্ষে থাকা আর্জেন্টিনার ফরোয়ার্ডের গোল হলো ২৫টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার মোট গোল ৪১টি।

কাম্প নউয়ে এ ম্যাচে নিজের একটি রেকর্ডও বাড়ান লিওনেল মেসি। টানা অষ্টমবাবের মতো প্রতি মৌসুমে ৪০ বা তার বেশি গোল করেছেন বার্সেলোনার এই তারকা।

পাঁচবারের বর্ষসেরা মেসির ভূয়সী প্রশংসা করে পিকে বলেন, “আমরা ইতিহাসের সেরা খেলোয়াড়কে দেখছি। আমরা এটা দেখে অভ্যস্থ হয়ে গেছি এবং আমরা মনে করি এটাই স্বাভাবিক। কিন্তু আমরা জানি যে, সে যখন খেলা ছেড়ে দেবে, তখন তার অর্জনগুলোর পুনরাবৃত্তি করা কঠিন হবে।”

ভালেন্সিয়ার বিপক্ষে জয়ে ২৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট এখন ৬৩। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

এখনো লিগ শিরোপা ধরে রাখার জোরালো সম্ভাবনা দেখছেন পিকে।

“আমি মনে করি, লা লিগা (জেতা) খুবই সম্ভব। এখনও অনেক ম্যাচ খেলা বাকি এবং শীর্ষ দুই দলের মাঝে পার্থক্য খুবই সামান্য।”