লিভারপুলের বিপক্ষে আগুয়েরোর গোলে রক্ষা সিটির

ঘরের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার সিটি। তবে সের্হিও আগুয়েরোর গোলে লিভারপুলের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পেপ গুয়ার্দিওলার দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 06:55 PM
Updated : 19 March 2017, 07:15 PM

রোববার প্রিমিয়ার লিগে দুই দলের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে।

এই ড্রয়ের পর ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিটি। এক ম্যাচ বেশি খেলা লিভারপুল ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার ম্যাচের প্রথমার্ধে ইয়াইয়া তুরে, কেভিন ডি ব্রুইন লিভারপুলের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও সুযোগ কাজে লাগাতে পারেনি। 

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। গায়েল ক্লিশে ডি-বক্সের মধ্যে রবের্ত ফিরমিনোকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে লক্ষ্যভেদ করেন সিটির সাবেক মিডফিল্ডার জেমস মিলনার।

চলতি লিগে এ নিয়ে পেনাল্টি থেকে সপ্তম গোল করলেন মিলনার। প্রিমিয়ার লিগে লিভারপুলের হয়ে এক মৌসুমে (২০১৩-১৪) সর্বোচ্চ ১০টি স্পটকিকে গোল করেছিলেন স্টিভেন জেরার্ড।

কিছুক্ষণ পর হেডে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আগুয়েরো। ৬৮তম মিনিটে তার হাত ধরেই সমতায় ফেরে সিটি। ডান দিক থেকে ডি ব্রুইনের বাড়ানো বলে নিখুঁত শটে গোল করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।

দিনের আরেক ম্যাচে তলানির দল মিডলসবরোর মাঠ থেকে সহজ জয় নিয়ে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-১ গোলের জয়ের পর ২৭ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে জোসে মরিনিয়োর দল।

নিজেদের মাঠে সাউথ্যাম্পটনকে ২-১ গোলে হারানো টটেনহ্যাম হটস্পার ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৬৯।