বার্সার সঙ্গে ব্যবধান আমলে নিচ্ছেন না জিদান

লা লিগায় বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে থাকলেও শিষ্যদের সতর্ক থাকতে বলেছেন জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ কোচের মতে, শিরোপা নিষ্পত্তির হিসাবটা এখনও শেষ হয়ে যায়নি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 09:36 AM
Updated : 19 March 2017, 09:36 AM

শনিবার করিম বেনজেমা ও কাসেমিরোর গোলে ২-১ ব্যবধানে আথলেতিক বিলবাওকে হারায় রিয়াল। এই জয়ের পর রিয়ালের পয়েন্ট ২৭ ম্যাচে ৬৫। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান আমলে না নেওয়ার কথা জানান জিদান।

“জেতাটা গুরুত্বপূর্ণ ছিল-আমরা ভালোভাবে এগিয়ে চলছি। এখনও ১১ ম্যাচ বাকি, আমরা শীর্ষে আছি; কিন্তু এর অর্থ কিছুই না। আমরা জানি, এখনও আমাদের সামনে কিছু কঠিন ম্যাচ আছে।”

সামনের এগারো রাউন্ডে আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনা ও সেভিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ আছে রিয়ালের।

শিষ্যদের প্রশংসা করার পাশাপাশি রক্ষণ নিয়ে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই ফরাসি কোচ।

“আমাদের আরও ভারসাম্য দরকার এবং আরও বেশি একসঙ্গে ডিফেন্ড করা দরকার।”