স্টোক সিটির মাঠে চেলসির জয়

স্টোক সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়েছে চেলসি। আন্তোনিও কোন্তের দলের এবারের জয়টি ২-১ গোলের। শিরোপাধারী লেস্টার সিটিও অবশেষে লিগে প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 07:03 PM
Updated : 19 March 2017, 07:34 AM

স্টোক সিটির মাঠে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় চেলসি। বাঁ-দিক থেকে ব্রাজিলের তারকা উইলিয়ানের ফ্রি-কিক কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

৩৮তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। জোনাথন ওয়াল্টার্সকে ডি-বক্সের মধ্যে গ্যারি ক্যাহিল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে নিজেই স্কোরলাইন ১-১ করেন আইরিশ ফরোয়ার্ড ওয়াল্টার্স।

শেষদিকে ক্যাহিলের গোলেই লিগে চেলসির ২২তম জয় নিশ্চিত হয়। ৮৭তম মিনিটে ডি-বক্সে জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শিরোপার পথে আরেকধাপ এগিয়েছে চেলসি।। দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ২৭ ম্যাচে ৫৬।

শনিবার রাতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে ৩-২ গোলে জিতে লেস্টার। গত মৌসুমে রূপকথা লিখে লিগ জেতা কোচ ক্লাওদিও রানিয়েরি ছাঁটাইয়ের পর দায়িত্ব পাওয়া ক্রেইগ শেকস্পিয়ারের হাত ধরে এ নিয়ে টানা চার ম্যাচ জিতল লেস্টার।

এ মৌসুমে লিগে প্রতিপক্ষের মাঠে প্রথম জয় পাওয়া লেস্টার ২৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে রয়েছে।

দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে ৩-১ গোলে হেরে গেছে আর্সেনাল। ২৭ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেন ভেঙ্গারের দল।