ফাইনালে বার্সাকে প্রতিপক্ষ চান দিবালা

এফসি পোর্তোকে দুই লেগে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে ওঠার পর ইউভেন্তুস তারকা পাওলো দিবালার দৃষ্টি এখন ফাইনালে। শিরোপা লড়াইয়ের শেষ ধাপে প্রতিপক্ষ হিসেবে বার্সেলোনাকে চান আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2017, 12:22 PM
Updated : 15 March 2017, 12:29 PM

একই চাওয়া এই মৌসুমেই বার্সেলোনা থেকে ইউভেন্তুসে যোগ দেওয়া দানি আলভেসেরও।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে পোর্তোকে নিজেদের মাঠে ১-০ গোলে হারায় ইউভেন্তুস। প্রথম পর্বে পোর্তোর মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল সেরি আ চ্যাম্পিয়নরা।

২০১৫ সালের মে মাসে বার্লিনে হওয়া ফাইনালে ইউভেন্তুসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। অবশ্য ওই ম্যাচে ছিলেন না দিবালা। তার পরের মাসে ইতালির দলটিতে যোগ দেন দিবালা।

প্রিমিয়াম স্পোর্টসকে তিনি বলেন, “আমি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে চাই কি না? আমি বার্সেলোনার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হতে চাইব। কারণ দুই বছর আগে আমি ইউভেন্তুসে ছিলাম না।” 

গত বছর বার্সেলোনা ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া আলভেস অবশ্য সাবেক দলের মুখোমুখি হতে চাওয়া নিয়ে ওঠা প্রশ্নে একটু আবেগতাড়িত হন।

পরে বিন স্পোর্টসকে বলেন, “আমি বার্সেলোনার বিপক্ষে খেলতে চাই না। তবে যদি খেলতেই হয়, তাহলে আমার পছন্দ ফাইনালেই হোক।”