দিবালার গোলে শেষ আটে ইউভেন্তুস, ছুটছে লেস্টার

ক্রেইগ শেকস্পিয়ারের অধীনে ছন্দে ফেরা লেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠে গেছে। শেষ আটের টিকেট পেয়েছে ইতালির চ্যাম্পিয়ন ইউভেন্তুসও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 09:49 PM
Updated : 14 March 2017, 10:07 PM

শেষ ষোলোর ফিরতি লেগে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে প্রথমবার ইউরোপ সেরা প্রতিযোগিতায় খেলতে আসা লেস্টার। দুই লেগ মিলিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়দের জয় ৩-২ ব্যবধানে। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল স্পেনের ক্লাবটি।

মঙ্গলবার ঘরের মাঠে ২৭তম মিনিটে রিয়াদ মাজরেজের ক্রস গোলমুখে ওয়েস মর্গ্যানের ঊরুতে লেগে জালে জড়ালে এগিয়ে যায় লেস্টার। আর দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ইংলিশ মিডফিল্ডার মার্ক অ্যালব্রাইটন ডি-বক্সে ঢুকেই জোরলো নীচু শটে ব্যবধান দ্বিগুণ করেন।

৭৪তম মিনিটে সেভিয়ার মিডফিল্ডার সামির নাসরি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে লেস্টারের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।

এর কিছুক্ষণ পর অবশ্য লড়াইয়ে ফেরার সুযোগ পেয়েছিল অতিথিরা। স্পেনের মিডফিল্ডার ভিতোলোকে গোলরক্ষক কাসপের শিমাইখেল ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। কিন্তু স্পটকিকে ডেনমার্কের গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন ফরাসি মিডফিল্ডার স্তেভেন।
ক্লাওদিও রানিয়েরি ছাঁটাই হওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া শেকস্পিয়ারের অধীনে এই নিয়ে তিন ম্যাচ খেলে সবকটিতেই জিতল লেস্টার।
অন্য ম্যাচে পাওলো দিবালার একমাত্র গোলে পোর্তোকে হারিয়েছে ইউভেন্তুস। দুই লেগ মিলিয়ে সেরি আর সফলতম ক্লাবটির জয় ৩-০ ব্যবধানে। প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল তারা। 
ইউভেন্তুস স্টেডিয়ামে প্রথমার্ধের শেষদিকে পোর্তোর ডিফেন্ডার মাক্সি পেরেইরা বহিষ্কার হলে এবং দিবালা গোল করলে সব অনিশ্চয়তা প্রায় শেষ হয়ে যায়।
৪০তম মিনিটে দিবালার শট গোলরক্ষক ইকের কাসিয়াস দারুণ নৈপুণ্যে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে গনসালো হিগুয়াইনের শট পেরেইরা হাত দিয়ে ঠেকালে তাকে লাল কার্ড দেখান রেফারি আর পেনাল্টি পায় স্বাগতিকরা। তা থেকেই দলকে এগিয়ে দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড দিবালা।
এক জন কম নিয়ে বাকি সময়ে ঘুঁরে দাঁড়াতে পারেনি পর্তুগালের ক্লাবটি।