‘ইউভেন্তুস বার্সা-রিয়ালের মতো’

পাওলো দিবালার বিশ্বাস তার দল ইউভেন্তুস মানের দিক থেকে ইউরোপের বড় দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের সমান পর্যায়ের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 06:38 AM
Updated : 14 March 2017, 10:45 AM

এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বার্সেলোনা, রিয়াল ও বায়ার্ন। প্রথম লেগে এফসি পোর্তোকে ২-০ গোলে হারানো ইউভেন্তুসও আছে সেরা আটে ওঠার পথে। মঙ্গলবার ফিরতি লেগের ম্যাচ খেলবে সেরি আর চ্যাম্পিয়নরা।

এ ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ইউভেন্তুসকে নিয়ে নিজের ভাবনা জানান আর্জেন্টিনার ২৩ বছর বয়সী ফরোয়ার্ড দিবালা।

“চ্যাম্পিয়ন্স লিগের শুরু থেকে আমরা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের পর্যায়ে আছি। যদি আমরা কোয়ার্টার-ফাইনালে যেতে পারি, একই পর্যায়ে থাকব।”

“আমরা লিগেও শীর্ষে এবং আমরা কোপা ইতালিয়ার প্রথম ম্যাচ জিতেছি (নাপোলির বিপক্ষে সেমি-ফাইনাল)। কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের চেয়ে ভালো করছি।”

ইউভেন্তুসের হয়ে সেরি আ, কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জেতা দিবালা উন্মুখ হয়ে আছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বাদ নিতে।

“এই বয়সে চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা দুর্দান্ত হবে কেননা, আমি ইউভেন্তুসে মাত্র দুই বছর আগে যোগ দিয়েছি।”