শেকস্পিয়ার-ই লেস্টার সিটির কোচ

ক্লাওদিও রানিয়েরির বিদায়ের পর লেস্টার সিটির দায়িত্বে ছিলেন ক্রেইগ শেকস্পিয়ার। ৫৩ বছর বয়সী এই কোচকে এবার চলতি মৌসুমের বাকিটা সময়ের জন্য পাকাপাকিভাবে নিয়োগ দিল ক্লাব কর্তৃপক্ষ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 05:47 PM
Updated : 12 March 2017, 05:52 PM

গত মৌসুমে রানিয়েরির হাত ধরে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতে রূপকথার জন্ম দেয় লেস্টার। কিন্তু আকাশছোঁয়া সাফল্য পাওয়ার নয় মাসের মাথায় দলের ব্যর্থতার দায়ে ফেব্রুয়ারি মাসে ছাঁটাই হতে হয় রানিয়েরিকে।

মাঝের সময়ে শেকস্পিয়ারের অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লেস্টার। লিভারপুলকে লিগে ৩-১ ব্যবধানে হারানোর পর একই ব্যবধানে হাল সিটির বিপক্ষেও জেতে প্রতিযোগিতাটির শিরোপাধারীরা।

৫৩ বছর বয়সী শেকস্পিয়ার এই প্রথম কোনো দলের পুরো দায়িত্ব পেলেন। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলোর দ্বিতীয় লেগে সেভিয়ার বিপক্ষে খেলবে লেস্টার। প্রথম লেগে স্পেনের দলটি ২-১ গোলে জিতেছিল।