বার্সায় ২০২১ পর্যন্ত খেলবেন রাকিতিচ

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেছেন ইভান রাকিতিচ। ২০২১ সাল পর্যন্ত কাম্প নউতে থাকবেন এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 11:59 AM
Updated : 11 March 2017, 11:59 AM

ফলে ক্রোয়েশিয়ার এই তারকার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে চলা গুঞ্জন শেষ হয়ে গেল।

ক্লাবের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে রাকিতিচের একমত হওয়ার খবর বৃহস্পতিবার জানায় বার্সেলোনা। পরে শুক্রবার তার ২৯তম জন্মদিনে ক্লাবের সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউয়ের উপস্থিতিতে চুক্তিতে সই করেন রাকিতিচ।

২০১৪ সালে সেভিয়া থেকে বার্সেলোনায় নাম লেখানো রাকিতিচ কাতালান ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ আটটি শিরোপা জিতেছেন।   

টুইটারে রাকিতিচকে শুভ কামনা জানিয়েছেন বার্সেলোনা সভাপতি।

"(রাকিতিচ) দারুণ একজন খেলোয়াড় ও অসাধারণ এক ব্যক্তি। চুক্তি বাড়ানোর জন্য অভিনন্দন এবং শুভ জন্মদিন।"

মাঝমাঠের এই খেলোয়াড় বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৪৫টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন ২৩টি।

লা লিগা চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে নেইমার ও লুইস সুয়ারেসের সঙ্গেও নতুন চুক্তি করেছে। তারাও ২০২১ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।

ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তা অবশ্য এখনও কাটেনি। ২০১৮ সালের জুনে বার্সেলোনার সঙ্গে পাঁচবারের বিশ্বসেরা খেলোয়াড়টির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।