দিবালার গোলে ইউভেন্তুসের নাটকীয় জয়

শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। এসি মিলানকে হারিয়ে সেরি আর শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেল ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 07:07 AM
Updated : 11 March 2017, 07:07 AM

নিজেদের মাঠে শুক্রবার রাতে ইউভেন্তুসের জয়টি ২-১ গোলের। এ জয়ে মৌসুমের শুরুতে লিগে ও ইতালিয়ান সুপার কাপের ফাইনালে মিলানের কাছে হারের প্রতিশোধও নিল মাস্সিমিলিয়ানো আলেগ্রির দল।
 
২৮ ম্যাচে ৭০ পয়েন্ট শীর্ষে আছে ইউভেন্তুস। দ্বিতীয় স্থানে থাকা এএস রোমার (২৭ ম্যাচে ৫৯) চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা। 
 
৩০তম মিনিটে বেনাতিয়ার গোলে এগিয়ে যায় সেরি আর শিরোপাধারী ইউভেন্তুস। প্রথমার্ধের শেষ দিকে কার্লোস বাক্কা মিলানকে সমতায় ফেরান।
 
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কাওয়াডো আসামোয়াহকে ফাউল করে লালকার্ড দেখেন মিলানের আর্জেন্টাইন মিডফিল্ডার হোসে সোসা। এরপর ডি বক্সের মধ্যে ইতালির মাত্তিয়া দি সিল্লিওর হাতে বল লাগলে পেনাল্টি পায় ইউভেন্তুস। দিবালা শেষ মুহূর্তের সুযোগটি কাজে লাগালে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলেগ্রির দল।
 
টানা ষষ্ঠ লিগ শিরোপা জয়ের পথে থাকা ইউভেন্তুস নিজেদের মাঠে এ নিয়ে টানা ৩১টি লিগ ম্যাচ জিতল।