বার্সায় মেসির চুক্তি বাড়ানো নিয়ে নিশ্চিত নেইমার

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি নবায়নের অনিশ্চয়তা এখনও না কাটলেও এ বিষয়ে একেবারেই চিন্তিত নন নেইমার। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার যে চুক্তি বাড়াবেন, তা নিয়ে কোনো সন্দেহই নেই ব্রাজিল তারকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2017, 01:27 PM
Updated : 9 March 2017, 03:51 PM

কাম্প নউয়ের ক্লাবটির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০১৮ সালের জুন পর্যন্ত। অনেক দিন ধরেই লা লিগা চ্যাম্পিয়নদের শিবিরে তার ভবিষ্যত নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউসহ ক্লাবের সবাই মেসিকে ধরে রাখার কথা বললেও চুক্তি বাড়ানোর আলোচনায় তেমন কোনো অগ্রগতির খবর নেই।

এসব নিয়ে ভাবছেন না নেইমার। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক জয়ের পর বিন স্পোর্টসকে এই ফরোয়ার্ড বলেন, "লিও (চুক্তি) নবায়ন করবে। এটা নিশ্চিত।"

পিএসজির বিপক্ষে বার্সেলোনার ৬-১ গোলের অবিশ্বাস্য জয়ে দারুণ অবদান নেইমারের। নিজে করেন দুটি গোল। আর অন্তিম মুহূর্তে সের্হি ববের্তোর শেষ আটের টিকেট নির্ধারণ করা গোলটির মুল উৎস ছিলেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের টিকেট নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।

বার্সেলোনা এরই মধ্যে নেইমার ও লুইস সুয়ারেসের সঙ্গে নতুন চুক্তি করেছে। এই চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত কাতালুনিয়ার ক্লাবটিতে থাকবেন তারা।