ভূমিকা বদলালেও রোনালদোই সেরা: বেল

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন উইঙ্গার হিসেবে। রিয়াল মাদ্রিদে এসে একটু একটু করে সেন্ট্রাল ফরোয়ার্ড হয়ে উঠেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বদলে যাওয়া এই সতীর্থের প্রশংসায় আরও একবার পঞ্চমুখ হলে গ্যারেথ বেল। জানালেন, ভূমিকা বদল হলেও রোনালদোই সেরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 09:02 AM
Updated : 7 March 2017, 09:02 AM

লা লিগার চলতি মৌসুমে ১৮ গোল করেছেন রোনালদো। চারবারের ব্যালন ডি’অর জয়ী ৩২ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড দলটির সর্বোচ্চ গোলদাতাও। ইংল্যান্ড থেকে স্পেনে এসে ভূমিকা বদলে গেলেও রোনালদো ছন্দে থাকায় মুগ্ধ বেল।

“সে দারুণ অবস্থায় আছে কিন্তু তার ভূমিকা বদলেছে। সে এখন স্ট্রাইকারের চেয়ে বেশি কিছু। যখন সে ম্যানচেস্টার ইউনাইটেডে ছিল, তরুণ রোনালদোকে আপনারা মাঠের গভীর থেকে দৌড়াতে দেখতেন।”

“সে তার খেলায় কিছুটা পরিবর্তন এনেছে। বক্সের মধ্যে সে খুবই কার্যকর; গোল করছে, করাচ্ছে। সে জানে সে কি করছে এবং খুব ভালোভাবেই সেটা করছে।”

ডেইলি মেইলকে নিজেদের মধ্যের দারুণ বোঝাপড়া নিয়েও কথা বলেন বেল।

“আমরা অনেক গোল করেছি; পরস্পরকে অনেক গোলে সহায়তা করেছি। দুটো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। তো আমাদের সময়টা খুব একটা মন্দ কাটেনি।”