ব্রাজিল দলে ফিরলেন কাসেমিরো, উপেক্ষিতই লুইস

দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো। তবে আরও একবার কোচ তিতের দলে উপেক্ষিত থেকে গেলেন ডিফেন্ডার দাভিদ লুইস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 11:32 AM
Updated : 4 March 2017, 12:46 PM

চোটের কারণে দেশের হয়ে শেষ চারটি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে পারেননি রিয়াল মাদ্রিদের কাসেমিরো। ক্লাবের হয়ে আগেই মাঠে ফেরা এই ডিফেন্সিভ-মিডফিল্ডারকে নিয়ে এ মাসের শেষ দিকে হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন তিতে।

আর গত জুনে তিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় দলে সুযোগ পাননি ডিফেন্ডার লুইস। গত বছর মার্চে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে দেশের হয়ে সবশেষ খেলেছিলেন তিনি।

দলে ফেরাদের মধ্যে উল্লেখযোগ্য ফ্লামেঙ্গোর খেলোয়াড় দিয়েগো। ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই প্লেমেকার ব্রাজিলের ২০০৪ ও ২০০৭ সালের কোপা আমেরিকা জয়ে ভূমিকা রেখেছিলেন।

আর চোট পেয়ে ছিটকে পড়া ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের জায়গায় ডাক পেয়েছেন দিয়েগো সুজা।

বিমান দুর্ঘটনায় হতাহত শাপেকোয়েনসের খেলোয়াড়দের স্মরণে জানুয়ারিতে আয়োজিত কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে অবশ্য দিয়েগো ও সুজা খেলেছিলেন। ব্রাজিলের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের নিয়েই ওই ম্যাচের দল গড়েছিলেন তিতে।

উরুগুয়ের রাজধানী মন্তেভিদিওতে আগামী ২৩ মার্চ স্বাগতিকদের বিপক্ষে খেলবে ব্রাজিল। আর ২৮ মার্চ সাও পাওলোয় প্যারাগুয়ের বিপক্ষে লড়বে নেইমাররা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এ পর্যন্ত ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ৪ পয়েন্ট দ্বিতীয় স্থানে উরুগুয়ে।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (রোমা), ওয়েভার্তন (আতলেতিকো পারানায়েনসে), এদেরসন (বেনফিকা)।

ডিফেন্ডার: মিরান্দা (ইন্টার মিলান), মারকুইনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি), জিল (শানদং লুয়েনং), দানিয়েল আলভেস (ইউভেন্তুস), ফাগনার (করিন্থিয়ান্স), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), ফেলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), রেনাতো আগুস্তো (বেইজিং গুয়ান), পাওলিনিয়ো (গুয়াঞ্জো এভারগ্রান্দে), উইলিয়ান (চেলসি), ফের্নান্দিনিয়ো (ম্যানচেস্টার সিটি),  জিলিয়ানো (জেনিত), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল), দিয়েগো (ফ্লামেঙ্গো)।

ফরোয়ার্ড: নেইমার (বার্সেলোনা), দগলাস কস্তা (বায়ার্ন মিউনিখ) রবের্ত ফিরমিনো (লিভারপুল), দিয়েগো সুজা (স্পোর্ত)।