শেষ মুহূর্তের গোলে ফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টস

প্রথমবার দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে এসে ফাইনালে উঠলো টিসি স্পোর্টস। শেষ মুহূর্তের গোলে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম সেমি-ফাইনালে নেপালের মানাং মার্সিয়াংদিকে হারিয়েছে মালদ্বীপের দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 02:39 PM
Updated : 27 Feb 2017, 03:06 PM

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে সোমবার ১-০ গোলে জিতেছে টিসি স্পোর্টস।

শুরু থেকে আক্রমণাত্মক খেলা মানাং মার্সিয়াংদি এগিয়ে যাওয়ার ভালো দুটি সুযোগ নষ্ট করে। অষ্টাদশ মিনিটে আফিজ ওলাডিপোর শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ৫৫তম মিনিটে রোহিত চাদের হেড শেষ মুহূর্তে রুখে দেন টিসি স্পোর্টসের গোলরক্ষক।

৮৩তম মিনিটে গোল পায় ‘এ’ গ্রুপের সেরা দল হিসেবে সেমি-ফাইনালে উঠে আসা টিসি স্পোর্টস। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস নাফিউ আলির কাঁধে লেগে ঠিকানা খুঁজে পায়। শেষ পর্যন্ত এই গোলই ফাইনালে তুলে দেয় মালদ্বীপের দলটিকে।

আগামী মঙ্গলবার দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে প্রতিযোগিতাটির শিরোপাধারী চট্টগ্রাম আবাহনী ও দক্ষিণ কোরিয়ার দল এফসি পচেয়ন।