বার্সার রেকর্ড স্পর্শ রিয়ালের

ভিয়ারিয়ালের মাঠে রোমাঞ্চকর জয়ের দিনে দারুণ একটি রেকর্ড ছুঁয়েছে রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪৪ ম্যাচে গোল করার কীর্তি গড়েছে জিনেদিন জিদানের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 11:01 AM
Updated : 27 Feb 2017, 12:40 PM

স্পেনের ক্লাবগুলোর মধ্যে টানা সর্বাধিক ম্যাচে গোল করার এই রেকর্ড বার্সেলোনা গড়েছিল ১৯৪৪ সালে। বুধবার লিগে লাস পালমাসের বিপক্ষে গোল করতে পারলে ৭৩ বছরের রেকর্ডটি নতুন করে লিখতে পারবে মাদ্রিদের ক্লাবটি।

রোববার লিগে ভিয়ারিয়ালের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় রিয়াল। গ্যারেথ বেল, ক্রিস্তিয়ানো রোনালদো ও আলভারো মোরাতার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।  

এর আগে সবশেষ রিয়ালকে গোল করা থেকে রুখতে পেরেছিল ম্যানচেস্টার সিটি। গত বছরের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে ইতিহাদ স্টেডিয়ামে হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

দুই লেগের সেই লড়াইয়ে শেষ পর্যন্ত অবশ্য স্পেনের সফলতম ক্লাবটিকে রুখতে পারেনি সিটি। ফিরতি লেগে ১-০ গোলে জিতে ফাইনালে ওঠে রিয়াল। পরে শিরোপাও জেতে রোনালদো-বেলরা।