ড্রেসিং রুমে অসন্তোষ নেই: বার্সা কোচ

সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠে ভরাডুবির পর লেগানেসের বিপক্ষে কষ্টের জয় পায় বার্সেলোনা। দলটির সাম্প্রতিক ব্যর্থতার মাঝে শোনা যাচ্ছে, লুইস এনরিকের প্রতি খেলোয়াড়দের নাকি আর সমর্থন নেই। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 01:45 PM
Updated : 26 Feb 2017, 01:45 PM

পিএসজির মাঠে ৪-০ গোলের বড় ব্যবধানে হারায় বার্সেলোনা ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ ষোলোর থেকেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। গত সপ্তাহে লা লিগায় নিচের সারির লেগানেসের বিপক্ষে জিততেও বেগ পেতে হয় লুইস এনরিকের দলকে। শেষ সময়ে লিওনেল মেসির সফল স্পটকিকে ম্যাচটি ২-১ গোলে জিতে তারা।

দলের এই ব্যর্থতায় মারাত্মক চাপে এনরিকে। জেরার্দ পিকে ও জর্দি আলবা অবশ্য কোচকে সমর্থন দিয়েছেন। তবে এনরিকের উপর কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের আস্থা হারানোর গুঞ্জন শেষ হচ্ছে না।

এ প্রসঙ্গে বার্সেলোনা কোচ সংবাদ সম্মেলনে বলেন, "দল সবসময় ঐক্যবদ্ধ।"

"সবকিছু যখন ভালো যায় তখন খেলোয়াড়রা বেশি খুশি থাকে আর যখন খারাপ যায় তখন কম খুশি থাকে। তবে এসব ক্ষেত্রে আমার নীতি, ভেতরের কিছু নিয়ে কথা না বলা যা দলের উন্নতিতে প্রভাব ফেলে।