ব্যবধান আরও বাড়ালো ইউভেন্তুস

এবারও সেরি আ শিরোপা জয়ের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছে ইউভেন্তুস। এম্পলিকে হারিয়ে টানা ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা আরও সহজ করেছে কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2017, 11:21 AM
Updated : 26 Feb 2017, 12:22 PM

তুরিনোতে শনিবার অতিথিদের ২-০ গোলে হারায় ইউভেন্তুস। নিজেদের মাঠে লিগে টানা ৩০তম জয়ে সেরি আর পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান আরও মজবুত করেছে দলটি।

প্রথমার্ধে ভালো খেলেও ইউভেন্তুসের গোল না পাওয়ার দায়টা বেশি মারিও মানজুকিচের। অনেক সুযোগ পেয়েও জালে বল জড়াতে পারছিলেন না তিনি। তবে ক্রোয়েশিয়ার এই স্ট্রাইকারের প্রচেষ্টাতেই ম্যাচের ৫২তম মিনিটে এগিয়ে যায় তুরিনোর দলটি। তার হেড আটকাতে গিয়ে আত্মঘাতী গোল খায় এম্পোলি।

নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগে দানি আলভেসের পাস থেকে আলেক্স সান্দ্রো গোল করলে সেরি আয় ইউভেন্তুসের টানা সপ্তম জয় নিশ্চিত হয়।

২৬ ম্যাচ থেকে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। তৃতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫৪।