'মেসিই সর্বকালের সেরা'

ক্রিস্তিয়ানো রোনালদো না লিওনেল মেসি, সময়ের সেরা ফুটবলার কে?- এই প্রশ্নে বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকেই এগিয়ে রাখলেন স্তেভান ইয়োভেতিচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2017, 01:59 PM
Updated : 25 Feb 2017, 01:59 PM

সেভিয়ার স্ট্রাইকার ইয়োভেতিচের মতে, আর্জেন্টিনার অধিনায়কই সর্বকালের সেরা এবং এতে কোনো সন্দেহ নেই।

জানুয়ারিতে ইন্টার মিলান থেকে হোর্হে সামপাওলির দল সেভিয়াতে যোগ দেওয়া ইয়োভেতিচ নতুন ক্লাবের হয়ে শুরুটা করেছেন দারুণ। উজ্জ্বল পারফরম্যান্সে নজর কাড়া মন্টেনেগ্রোর এই ফুটবলার সময়ের সেরা খেলোয়াড়ের প্রশ্নে পাঁচবারের বর্ষসেরার পক্ষেই ভোট দিলেন।

লা লিগা ওয়েবসাইটকে ইয়োভেতিচ বলেন, "মেসিই সেরা, তার চেয়ে ভালো আর কেউ নেই। আপনি দেখবেন, সে সবকিছুই সহজ বানিয়ে ফেলে। সে সর্বকালের সেরা।"

২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা মেসি সবশেষ এটা জেতেন ২০১৫ সালে।

বর্ষসেরার দৌড়ে তার পরেই আছেন রোনালদো। জাতীয় দল ও রিয়ালের হয়ে দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে মেসিকে হারিয়ে ২০১৬ সালে চতুর্থবারের মতো বর্ষসেরার পুরস্কার জেতেন ৩২ বছল বয়সী পর্তুগালের এই ফরোয়ার্ড।

চলতি লা লিগায়ও মেসি-রোনালদোর মধ্যে চলছে গোলের লড়াই। ১৯ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে আছেন বার্সেলোনার 'গোল মেশিন'। মেসির চেয়ে ৪ গোল কম নিয়ে তৃতীয় স্থানে আছে রোনালদো।