মেসি-রোনালদোর মতো গোল মেশিন নয় পগবা: মাতা

রেকর্ড দামে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানো পল পগবা এখনও আশানুরূপ জ্বলে উঠতে পারেননি। ক্লাবটিতে প্রত্যাশার চাপে থাকা এই মিডফিল্ডারের পাশে দাঁড়িয়েছেন হুয়ান মাতা। মেসি বা রোনালদোর সাফল্যের সঙ্গে সতীর্থের অর্জন মেলানোটা ঠিক না বলে জানিয়েছেন এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 12:15 PM
Updated : 24 Feb 2017, 12:15 PM

গত অগাস্টে রেকর্ড সাড়ে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ইতালির ক্লাব ইউভেন্তুস থেকে ইউনাইটেডে নাম লেখান পগবা। ইতালিয়ান ক্লাবটিতে চার মৌসুম খেলার আগেও ‌‘রেড ডেভিলস’ নামে পরিচিত ক্লাবটিতে এক মৌসুম ছিলেন এই মিডফিল্ডার।

মাতার মতে, পগবার সমালোচনাটা আশানুরূপ পারফরম্যান্স না দেখানোর জন্য নয়, বরং এটা অবাস্তব প্রত্যাশার একটি ফল।

বিবিসিকে ইউনাইটেডের এই স্প্যানিশ মিডফিল্ডার বলেন, “আমি মনে করি, এটা সহজ নয়। যখন এমন বড় ট্রান্সফার হয় তখন প্রত্যাশাগুলোও উঁচুতে থাকে। কখনো কখনো মানুষ বাস্তবতা থেকে দূরে সরে যায়।”

“আমরা যন্ত্র নই। মেসি এবং রোনালদো এই দুজনই কেবল (প্রতি ম্যাচে গোল করতে) পারে। এমন আর কেউ নেই।”

ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে প্রথম বড় কোনো শিরোপা উঁচিয়ে ধরতে বেশি অপেক্ষা করতে হবে না পগবাকে। জোসে মরিনিয়োর দল রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে।