নাটকীয় ড্রয়ে সেমিতে চট্টগ্রাম আবাহনী

দুই গোলে পিছিয়ে পড়ার পর জেগে উঠল চট্টগ্রাম আবাহনী। শেষ পর্যন্ত নেপালের দল মানাং মার্সিয়াংদির সঙ্গে নাটকীয় ড্র করে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেমি-ফাইনালে উঠেছে প্রতিযোগিতাটির শিরোপাধারীরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 12:09 PM
Updated : 24 Feb 2017, 04:11 PM

এমএ আজিজ স্টেডিয়ামে শুক্রবার ‘বি’ গ্রুপে দুই দলের শেষ ম্যাচটি ২-২ ড্র হয়। তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠল সাইফুল বারী টিটোর দল।

এই ড্রয়ে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ঢাকা মোহামেডান। পরের ম্যাচে আফগানিস্তানের শাহিন আসমায়েকে হারালে তাদের পয়েন্ট হবে ৪। তখন বাইলজ অনুযায়ী মোহামেডানকে হারানো নেপালের দল মার্সিয়াংদি হেড টু হেডে এগিয়ে ৪ পয়েন্ট নিয়েই সেমি-ফাইনালে উঠে যাবে।

নিজেদের মাঠে সমর্থকদের স্তব্ধ করে দিয়ে তৃতীয় মিনিটেই পিছিয়ে পড়ে চট্টগ্রাম আবাহনী। সুজল শ্রেষ্ঠার বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে অনিল গুরং হেড থেকে বল পেয়ে গোলমুখে থাকা আফেজ ওলাডিপো আরেকটি হেডে সহজেই আশরাফুল ইসলাম রানাকে পরাস্ত করেন।

পরের মিনিটেই সমতায় ফিরতে পারত চট্টগ্রামের দলটি। ডান দিক থেকে নেওয়া মামুনুল ইসলামের কর্নার বাঁক খেয়ে পোস্টে ঢোকার আগ মুহূর্তে ফিস্ট করে ফেরান মানাং মার্সিয়াংদির গোলরক্ষক।

এগিয়ে যাওয়া নেপালের দলটি চট্টগ্রাম আবাহনীর রক্ষণে চাপ বাড়াতে থাকে। ত্রয়োদশ মিনিটে ওলাডিপোর ক্রস অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। তবে ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় দলটি। বাঁ দিক থেকে আক্রমণে ঢোকা ওলাডিপো নাসিরউদ্দিনকে কাটিয়ে মাপা শটে স্কোরলাইন ২-০ করেন।

৩২তম মিনিটে ম্যাচে ফিরে স্বাগতিকরা। মামুনুলের কর্নার থেকে পাওয়া বল বাঁ দিক থেকে জামাল ভূইয়া আলতো টোকায় তুলে দেওয়ার পর নাসিরউদ্দিন নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ওলাডিপোর শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৬২তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফিরে আবাহনী। অগাস্টিন ওয়ালসনের শট হাত দিয়ে আটকান অ্যাডামা বোহ সিসোকো। স্পটকিকে স্কোরলাইন ২-২ করেন ওয়ালসন।

ছয় মিনিট পর এগিয়ে যেতে পারত চট্টগ্রামের দলটি। ডি-বক্সের বাইরে থেকে মুফতা লাওয়ালের জোরালো শট ক্রসবার ছুঁয়ে বেরিয়ে যায়।

যোগ করা সময়ে মার্সিয়াংদির অনিলের হেড দূরের পোস্টে লেগে প্রতিহত হলে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের সেরা চারে উঠে যায় চট্টগ্রাম আবাহনী।