হারের জন্য নিজেদেরই দুষছেন জিদান

লা লিগা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারতো রিয়াল মাদ্রিদ। কিন্তু নীচের সারির দল ভালেন্সিয়ার মাঠে সুযোগটি কাজে লাগাতে পারলো না জিনেদিন জিদানের দল। পরাজয় নিয়ে ফিরতে হয়েছে তাদের। আর এই হারের জন্য নিজেদেরই দুষছেন রিয়াল মাদ্রিদের কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 10:15 AM
Updated : 23 Feb 2017, 11:30 AM

বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরে যায় চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল। তবে বার্সেলোনার চেয়ে এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে রোনালদো-বেনজেমারা।

হারের পর ২০১২ সালের পর লা লিগা শিরোপা জয়ের সম্ভাবনায় আত্মতুষ্টিতে না ভুগতে শিষ্যদের সতর্ক করেছেন জিদান।

“সত্যি বলতে আমরা ম্যাচটি ১০ মিনিটেই হেরে গেছি। আমরা ভালো খেলেছিলাম, অনেক সুযোগও পেয়েছিলাম। কিন্তু দুটি ভুলের জন্য দুটি গোল খেতে হয়েছে আমাদের।”

“খেলায় ফেরার জন্য আমরা ৮০ মিনিট সময় পেয়েছিলাম, আমরা গোল করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেক সুযোগ নষ্ট করেছি। এটা একটি লজ্জা।”

জিদান মনে করছেন, প্রতিপক্ষের মাঠে তার দল মানসম্পন্ন ফুটবল খেলতে পারেনি।

“আমাদের মনোযোগের অভাব ছিল। আমরা বেশি উন্মুক্ত ফুটবল খেলেছি, আমাদের অবশ্যই আরও মনোযোগী হতে হবে।”

“আমি মনে করি না যে, আমরা বল পায়ে খারাপ খেলেছি। কিন্তু শেষ পাসে আমাদের ছন্দের অভাব ছিল।”

জিদানের মতে, এই হারে স্প্যানিশ লিগের শিরোপা জয়ের পথটা আরও বন্ধুর হয়ে যাবে। এমন অবস্থায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার ব্যাপারটি শিষ্যদের ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

“অবশ্যই, এখন এটা (লা লিগা জয়) আরও বেশি কঠিন হয়ে যাবে। যদিও আমরা এখনও এগিয়ে আছি। কিন্তু আমাদের ভাবতে হবে এটার (এগিয়ে থাকার) কোনো মূল্য নেই।”