রোলবল বিশ্বকাপের দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত

বাংলাদেশে হওয়া রোলবল বিশ্বকাপের চতুর্থ আসরের দুই বিভাগের শিরোপা জিতেছে ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 09:30 AM
Updated : 23 Feb 2017, 09:30 AM

মিরপুর ইনডোর স্টেডিয়ামে বুধবার ছেলেদের বিভাগে ইরানকে ৮-৭ গোলে হারায় ভারত। ছেলেদের বিভাগে এটি তাদের তৃতীয় শিরোপা। একই দিনে হওয়া মেয়েদের বিভাগের ফাইনালে ইরানকে ৬-৪ গোলে হারায় ভারত।

নিজেদের মাঠে হওয়া রোলবল বিশ্বকাপের বাংলাদেশ হয়েছে চতুর্থ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ছেলেরা কেনিয়ার কাছে হারে ৭-১ গোলে। ইরানের কাছে ১৩-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্টের সেমি-ফাইনাল থেকে ছিটকে যায় আসিফ-হৃদয়রা।

রোলবল বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। হংকংকে ১৯-১ ব্যবধানে উড়িয়ে রোলবল বিশ্বকাপের চতুর্থ আসর শুরু করা  হৃদয়রা দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছিল ৯-২ ব্যবধানে। এরপর মিয়ানমার ১১-০ গোলে উড়িয়ে সেরা ষোলো নিশ্চিত করা আসিফরা ফিজিকে হারিয়ে পুল ডির চ্যাম্পিয়ন হয়ে সেরা ষোলোয় ওঠে। চিনা তাইপে ১২-১ হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বাংলাদেশ।

রোলবল বিশ্বকাপের গত তিন আসরে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল সপ্তম হওয়া। নেপালকে ৬-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ।