তরেস-গ্রিজমানদের নৈপুণ্যে শেষ আটের পথে আতলেতিকো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে অনেকখানি এগিয়ে গেছে আতলেতিকো মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগে জার্মানির ক্লাব বেয়ার লেভারকুসেনকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 10:12 PM
Updated : 21 Feb 2017, 10:51 PM

মঙ্গলবার রাতে বে অ্যারেনায় সপ্তদশ মিনিটে সাউলের চমৎকার নৈপুণ্যে এগিয়ে যায় আতলেতিকো। ডান দিক দিয়ে ডি বক্সে ঢুকে বাঁ-পায়ের বিদ্যূৎ গতির বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন স্পেনের এই মিডফিল্ডার।

এর আট মিনিট পর দারুণ এক পাল্টা আক্রমণে কেভিন গামেইরোর পাস ফাঁকায় পেয়ে অনায়াসে ব্যবধান দ্বিগুণ করেন অঁতোয়ান গ্রিজমান।

দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মান মিডফিল্ডার কারিম বেলারাবি ব্যবধান কমালে লড়াইয়ে ফেরে লেভারকুসেন। কিন্তু ৫৮তম মিনিটে গামেইরো স্কোরলাইন ৩-১ করলে আতলেতিকোর জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

৬৭তম মিনিটে মন্টেনেগ্রোর ডিফেন্ডার স্তেফান সাভিচের আত্মঘাতী গোলে লড়াই ফের নাটকীয় রূপ নেয়। তবে ৮৬তম মিনিটে স্পেনের তারকা স্ট্রাইকার ফের্নান্দো তরেস কাছ থেকে হেডে বল জালে পাঠালে সব অনিশ্চয়তার শেষ হয়।

দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ৫-৩ গোলে হারিয়েছে ফ্রান্সের দল মোনাকোকে।