হিগুয়াইন-দিবালার গোলে ইউভেন্তুসের জয়

সাবেক দলের বিপক্ষে জ্বলে উঠলেন পাওলো দিবালা, আলো ছড়ালেন গনসালো হিগুয়াইনও। আর্জেন্টিনার দুই তারকার নৈপুণ্যে পালেরমোকে উড়িয়ে দিয়েছে ইউভেন্তুস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2017, 11:15 AM
Updated : 18 Feb 2017, 11:49 AM

শুক্রবার সেরি আয় ঘরের মাঠে ম্যাচটি ৪-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ইউভেন্তুসের পক্ষে জোড়া গোল করেন ২০১৫ সালে পালেরমো থেকে ইউভেন্তুসে যোগ দেওয়া দিবালা। একটি করে গোল করেন হিগুয়াইন ও ক্লাওদিও মার্কিজিও।

এই জয়ে ইতালির শীর্ষ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও সুদৃঢ় করেছে ইউভেন্তুস। ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। তৃতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৫১।

ইউভেন্তুস স্টেডিয়ামে ম্যাচের ত্রয়োদশ মিনিটে মার্কিজিওর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধেই ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন দিবালা।

বিরতির পর ব্যবধান আরও বাড়ান হিগুয়াইন। আর শেষ দিকে জাতীয় দল সতীর্থের ব্যাকহিল থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন দিবালা। যোগ করা সময়ে অতিথিদের একমাত্র গোলটি করেন চোছেভ।

এবারের লিগে ১৯ গোল নিয়ে তালিকায় শীর্ষে রয়েছেন হিগুয়াইন। দিবালার গোল সংখ্যা ৭টি।