এসপানিওলের বিপক্ষে ফিরছেন বেল

দীর্ঘ দিন পর মাঠে ফিরতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল। কোচ জিনেদিন জিদান নিশ্চিত করেছেন, এসপানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলবেন ওয়েলসের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 02:36 PM
Updated : 17 Feb 2017, 02:36 PM

গত ২২ নভেম্বর পর্তুগালের স্পোর্তিং ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোড়ালির গাঁটে চোট পান বেল। এরপর থেকে আর কোনো ম্যাচ খেলা হয়নি তার। চোট কাটিয়ে গত রোববার মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরেন ২৭ বছর বয়সী এই তারকা।

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় এসপানিওলের বিপক্ষে হতে যাওয়া ম্যাচে প্রথম একাদশে বেলের থাকার সম্ভাবনা অবশ্য কম।

শুক্রবার সংবাদ সম্মেলনে জিদান বলেন, "বেল দলে থাকবে এবং তাকে কিছু মিনিট খেলানোর পরিকল্পনা আছে।"

"আমাদের সঙ্গে ফিরে সে রোমাঞ্চিত এবং আমরা তাকে পেয়ে খুশি। এখন আমাদের দলে দুই-তিনজন চোটগ্রস্ত খেলোয়াড় আছে। তাদের সবাই সেরে ওঠার কাছাকাছি।"

২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রিয়াল। দুই ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে।