ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে শেষ ষোলোর পথে ইউনাইটেড

জ্লাতান ইব্রাহিমোভিচের দারুণ হ্যাটট্রিকে ইউরোপা লিগের শেষ ষোলোয় ওঠার পথে অনেকটাই এগিয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রান্সের ক্লাব সাতে ইচেনাকে ৩-০ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 10:00 AM
Updated : 17 Feb 2017, 10:00 AM

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম লেগে পঞ্চদশ মিনিটে ইব্রাহিমোভিচের ফ্রি-কিক আরেক জনের গায়ে লেগে জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

সুইডেনের তারকা এই স্ট্রাইকার ৭৫তম মিনিটে খুব কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন। আর নির্ধারিত সময় শেষের খানিক আগে হ্যাটট্রিক পূরণ হয় তার।

চলতি মৌসুমের শুরুতে ইউনাইটেডে যোগ দেওয়া ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটা রেড ডেভিলদের হয়ে প্রথম হ্যাটট্রিক। আর সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার মোট গোল হলো ২৩টি।

দিনের অন্য ম্যাচে স্পেনের ক্লাব আথলেতিক বিলবাও ঘরের মাঠে ৩-২ গোলে আপোয়েলকে হারিয়েছে। অঘটনের শিকার হয়েছে টটেনহ্যাম হটস্পার, বেলজিয়ামের ক্লাব ঘেন্টের মাঠে ১-০ গোলে হেরে গেছে প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে থাকা দলটি।