‘রিয়ালে দীর্ঘদিন থাকতে চাই’

রিয়াল মাদ্রিদে হামেস রদ্রিগেসের ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরে চলছে নানা গুঞ্জন। মাঝে মধ্যেই জোরালো হয়ে ওঠে তার দল-বদলের সম্ভাবনা। কিন্তু কলম্বিয়ার এই মিডফিল্ডার সান্তিয়াগো বের্নাবেউয়েই থাকতে চান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2017, 12:10 PM
Updated : 16 Feb 2017, 12:35 PM

রিয়ালের প্রথম একাদশে অনিয়মিত হয়ে পড়া রদ্রিগেস বুধবার রাতে নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে শুরু থেকে খেলেন। করিম বেনজেমা, টনি ক্রুস ও কাসেমিরো গোলে ম্যাচটি ৩-১ ব্যবধানে জেতে রিয়াল।

ম্যাচ শেষে স্পেনের সফলতম ক্লাবটিতে সুখে থাকার কথা জানান রদ্রিগেস, “মনে হচ্ছে, সবকিছু ভালোভাবে যাচ্ছে। মাদ্রিদ একটি বড় দল এবং আমি সবসময় এখানে থাকতে চেয়েছি।”

“ভালো এবং মন্দ ঘটনা সবসময়ই ঘটে কিন্তু আমি এখানে দীর্ঘদিন থাকতে চাই। সবসময় অনুশীলন করি খেলার জন্য এবং আমি এখানে থাকতে চাই।”

রদ্রিগেসকে সেরা একাদশে না রাখায় মাঝে মধ্যেই প্রশ্নের মুখে পড়েন জিনেদিন জিদান। ২৫ বছর বয়সী এই প্লেমেকার অবশ্য কোচের প্রশংসাই করেছেন।

“আপনি সবসময়ই খেলতে চাইবেন। এখন আমি আরও বেশি সময় খেলতে পারছি; সবকিছু ধীরে ধীরে বদলাচ্ছে।”

“তিনি (জিদান) ভালো, অসাধারণ একজন কোচ এবং খুবই মেধাবী। নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে এরই মধ্যে কোচের সঙ্গে আমি কথা বলেছি। কিন্তু এ বিষয়ে এখানে কথা বলতে চাই না।”