তবু বার্সাকে নিয়ে সতর্ক পিএসজি

বার্সেলোনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এক পা দিয়ে রেখেছে পিএসজি। তবু কাম্প নউয়ে ফিরতি লেগের ভাবনায় সতর্ক দলটির কোচ উনাই এমেরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 12:00 PM
Updated : 15 Feb 2017, 01:11 PM

মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ৪-০ ব্যবধানে হারায় পিএসজি। ফ্রান্সের দলটিকে পেছনে ফেলে সেরা আটে উঠতে হলে স্প্যানিশ চ্যাম্পিয়নদের গড়তে হবে ইতিহাস। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে নকআউট পর্বে প্রথম লেগের চার গোলের ঘাটতি দ্বিতীয় লেগে কেউ পুষিয়ে নিতে পারেনি। তারপরও প্রতিপক্ষকে সমীহই করছেন এমেরি।

মেসিদের উড়িয়ে দেওয়ার প্রতিক্রিয়ায় মার্কাকে ফিরতি লেগ নিয়ে সতর্ক থাকার কথা জানান এমেরি। বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে আগামী ৮ মার্চে হবে ফিরতি পর্ব।

“আমরা তাদের পেছনে ফেলেছি এবং আমরা পরিপূর্ণ একটা ম্যাচ খেলেছি। এই মনোযোগ আমরা (ফিরতি লেগেও) ধরে রাখার চেষ্টা করব; কেননা, তাদের খেলা খুবই বৈচিত্রময়।”

“পরের ম্যাচটা নিয়ে আমি ভীষণ সতর্ক। আজ যেভাবে খেলেছি, একইভাবে খেলার চেষ্টা করতে হবে আমাদের।”

দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন আনহেল দি মারিয়া; জোড়া গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এদিনসন কাভানি ও ইউলিয়ান ড্রাক্সলারও গোল উদযাপন করেছেন বার্সেলোনার জালে। শিষ্যদের প্রশংসা করলেও তাদের মাটিতে পা রাখার পরামর্শ দিচ্ছেন এমেরি।

“বার্সেলোনার বিপক্ষে খেলা একটা অনুপ্রেরণা এবং একটা কঠিন কাজও। আজকের ম্যাচের স্বাদ এখনও রয়েছে। কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, কেননা, আমাদের আরও ৯০ মিনিটের খেলা বাকি।”