মেসি-রোনালদোদের হারিয়ে সেরা বোল্ট   

বছর জুড়ে ফুটবল মাঠে দাপট দেখানো লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদোরা পারেননি। পারেননি ৩৫ বছর বয়সে চোট কাটিয়ে ফিরেই অস্ট্রেলিয়ান ওপেন জেতা রজার ফেদেরার। তাদের হারিয়ে লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন উসাইন বোল্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 11:19 AM
Updated : 15 Feb 2017, 11:20 AM

আর বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জিমন্যাস্ট সিমোনে বাইলস।

অলিম্পিকে মোট আটটি সোনা জয়ী বোল্ট গত অগাস্টে রিওতে ১০০, ২০০, ৪*১০০ মিটারে সোনা জিতেন।

ক্যারিয়ারে চতুর্থবার এই পুরস্কার জিতলেন জ্যামাইকান গতিমানব। এর আগে ২০০৯, ২০১০ ও ২০১৩ সালে সেরার পুরস্কারটি পেয়েছিলেন।

আর রিওতে চারটি সোনার পদকজয়ী যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট বাইলস এবারই প্রথম এই পুরস্কার জিতলেন। মঙ্গলবার মোনাকোয় এক অনুষ্ঠানে সেরাদের পুরস্কৃত করা হয়।

ফুটবল বিশ্বকে চমকে দিয়ে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা জেতা লেস্টার সিটি 'দ্য স্পিরিট অব স্পোর্ট' পুরস্কার পেয়েছে।