কাম্প নউয়ে শিষ্যদের আত্মবিশ্বাস রাখার পরামর্শ সিমেওনের

কোপা দেল রের ফাইনালে উঠতে প্রতিপক্ষের মাঠে শুধু জিতলেই হবে না, আতলেতিকো মাদ্রিদকে গোল ব্যবধানের হিসাবটাও মাথায় রাখতে হবে। নিশ্চিতভাবেই সেটা কঠিন লক্ষ্য; তবে হাল ছাড়তে রাজি নন দিয়েগো সিমেওনে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 01:22 PM
Updated : 7 Feb 2017, 01:22 PM

কাম্প নউয়ে কঠিন সে লক্ষ্যে পৌঁছতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস রাখার পরামর্শ দিলেন আর্জেন্টিনার এই কোচ।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যাচটি।

গত বুধবার ভিসেন্তে কালদেরনে প্রথম লেগের লড়াইয়ে বার্সেলোনার কাছে ২-১ গোলে হারে আতলেতিকো। ফিরতি লেগের নির্ধারিত সময়ে এই ব্যবধান ঘুঁচিয়ে ফাইনালে উঠতে কাম্প নউয়ে সিমিওনের দলকে কমপক্ষে ২-০ গোলে জিততে হবে।

কাম্প নউয়ে প্রায় এক দশকে কোনো ম্যাচ জিততে পারেনি আতলেতিকো। দারুণ ছন্দে থাকা বার্সেলোনার বিপক্ষে এবার লক্ষ্যটা তাই হবে আরও কঠিন। কিন্তু ফাইনালের ওঠার ভাবনাতেই পরিকল্পনা সাজাচ্ছেন এনরিকে।

"মৌসুমের সেরা মুহূর্তগুলোতে আমরা যেভাবে খেলেছি, (বার্সেলোনার বিপক্ষেও) একই রকম মানসিকতায় খেলতে হবে।"

"আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা নিজেদের মাঠে খুবই শক্তিশালী। তাই এটা কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। তারা সম্ভবত বিশ্বের সেরা দল।"