রোনালদোর চেয়ে নেইমার ভালো: পেলে

কৌশলগত দিক থেকে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো থেকে নেইমার এগিয়ে বলে মনে করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2017, 03:52 PM
Updated : 4 Feb 2017, 03:52 PM

চারবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো এবং বার্সেলোনা তারকা লিওনেল মেসি অনেক বছর ধরে ফুটবলে আধিপত্য দেখাচ্ছেন। দুজনের প্রতিদ্বন্দ্বিতা এবং শ্রেষ্ঠত্বের লড়াই তাদের দলগত সাফল্যে প্রভাব ফেলে।

শ্রেষ্ঠত্বের দৌড়ে রোনালদো ও পাঁচবারের বর্ষসেরা মেসির উত্তরাধিকার হিসেবে নেইমারকে দেখা হয়ে থাকে।

তিনবার বিশ্বকাপ জয়ী পেলের বিশ্বাস, ২৪ বছর বয়সী তার উত্তরসূরি কেবল হেড করার সক্ষমতায় উন্নতি করতে পারলেই রিয়ালের সর্বকালের সবচেয়ে বেশি গোল করা রোনালদোকে ছাড়িয়ে যাবে।

ব্রাজিলের জনপ্রিয় ওয়েবসাইট ইউওএলকে পেলে বলেন, "নেইমারের একটাই সমস্যা, হেডে। ক্রিস্তিয়ানো রোনালদো তার চেয়ে ভালো নয়। কৌশলগত দিক থেকে নেইমার বেশি ভালো, কিন্তু সে (রোনালদো) হেড ব্যবহারে এগিয়ে।"

"আপনি নেইমারের হেড দিয়ে গোল করা দেখেন না, এটা রোনালদোর পক্ষে যায়।"

চলতি মৌসুমে প্রতিপক্ষের গোলমুখে নেইমারকে খুব একটা কার্যকর দেখা যাচ্ছে না। লিগে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে ৫টি গোল করেছেন তিনি। তবে সতীর্থদের দিয়ে ৬টি গোল করিয়েছেন।