‘মেসি অদ্বিতীয়, নেইমার স্বপ্ন দেখায়’

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সঙ্গে মুখোমুখি হওয়ার আগে লা লিগা চ্যাম্পিয়নদের দুই তারকা লিওনেল মেসি ও নেইমারের ভূয়সী প্রশংসা করেছেন পিএসজির লেফট-ব্যাক মাক্সওয়েল। তার মতে, মেসি অদ্বিতীয় ও স্বপ্ন দেখাতে শেখায় নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2017, 01:01 PM
Updated : 3 Feb 2017, 01:04 PM

পিএসজিতে ২০১২ সালে নাম লেখানোর আগে বার্সেলোনায় তিন বছর ছিলেন মাক্সওয়েল। কাতালুনিয়ার ক্লাবটির হয়ে দুইবার লা লিগা ও একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেন তিনি।

সেই সু্বাদে ব্যাক্তিগতভাবে পাঁচবারের বিশ্বসেরা মেসিকে ভালো করেই জানেন মাক্সওয়েল। জাতীয় দল ব্রাজিলের সতীর্থ নেইমারের দক্ষতা সম্পর্কেও জানা আছে তার।

কাদেনা সেরকে মাক্সওয়েল বলেন, “মেসি ও নেইমারের মধ্যে তুলনার কোনো দরকার নেই। … নেইমারের খেলা যাদুকরী, তার মুভগুলো আমাদেরকে ফুটবল নিয়ে স্বপ্ন দেখায়।”

“মেসি এমন একজন খেলোয়াড়, যে অন্য সবার থেকে আলাদা। সে অদ্বিতীয়। সে কেবল একজন দুর্দান্ত খেলোয়াড়ই নয়, সে এমন একজন ব্যাক্তি, যার প্রভাব আমার উপরেও আছে।”

ফ্রান্সের প্যারিসে ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।