‘যে কোনো জায়গায় খেলতে পারে মেসি’

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে একটি গোল করার পাশাপাশি দুটি গোল করিয়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা অধিনায়কের ভূমিকায় মুগ্ধ বার্সেলোনা কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2017, 09:58 AM
Updated : 27 Jan 2017, 09:58 AM

বৃহস্পতিবার কাম্প নউতে শেষ আটের ফিরতি লেগে সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। প্রথম লেগে ১-০ গোলের জয় পাওয়ায় ৬-২ ব্যবধানে কোপা দেল রে নামে পরিচিত এই টুর্নামেন্টের শেষ চারে উঠে কাতালান ক্লাবটি।

পাঁচবারের বিশ্বসেরা মেসি মাঝামাঝি খেলে আক্রমণ তৈরিতে বড় ভূমিকা রাখেন। মেসির এই ভূমিকায় মুগ্ধ এনরিকে।

“মেসি যেখানে চায় সেখানেই খেলতে পারে। নির্দিষ্ট কিছু ম্যাচে তার মাঝে চলে আসা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

“লিও যখন বল পায়, আপনি জানেন যে আপনাকে মুভ করতে হবে, কারণ পাস আসবে।”

সোসিয়েদাদের বিপক্ষে দ্যুতি ছড়িয়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড দেনিস সুয়ারেসও। জোড়া গোল করা এই মিডফিল্ডারেরও প্রশংসা করেন এনরিকে।

সেমি-ফাইনালে ২৮ বারের কোপা দেল রে বিজয়ী বার্সেলোনার সঙ্গী সেল্তা ভিগো, আতলেতিকো মাদ্রিদ ও আলাভেস।