জাপানে জয়ে শুরু কৃষ্ণাদের

জাপানের জে-গ্রিন সাকাই লেডিস ফুটবল ফেস্টিভ্যালে নামার আগে প্রস্তুতিটা ভালো হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের মেয়েদের। স্বাগতিকদের সাকাই একাডেমিকে ২-১ গোলে হারিয়েছে কৃষ্ণারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2017, 12:34 PM
Updated : 26 Jan 2017, 12:34 PM
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের হয়ে গোল করেন সিরাত জাহান স্বপ্না ও মিশরাত জাহান মৌসুমী।

২৪তম মিনিটে স্বপ্নার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৪তম মিনিটে সমতায় ফেরে জাপানের দলটি। তবে পরের মিনিটে মৌসুমীর করা গোল ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

জাপানের ওসাকায় আগামী শনিবার থেকে শুরু হবে জে-গ্রিন সাকাই লেডিস ফুটবল ফেস্টিভ্যাল। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বের প্রস্তুতি সারতে জাপানের এই প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ।

জয়ে শুরু পাওয়ায় দারুণ খুশি বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন “এই সুযোগের জন্য অত্যন্ত গর্বিত। জাপানের মত বড় ফুটবল শক্তির সাথে খেলা মেয়েদের উন্নতিতে কাজে দেবে।”