রিয়ালকে ছিটকে শেষ চারে সেল্তা

ঘরের মাঠে হেরে কোণঠাসা হয়ে থাকা দলকে বাঁচাতে অসাধারণ এক ফ্রি-কিকে আশা জাগিয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়দের আত্মঘাতী ভুলে শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি রিয়াল মাদ্রিদ। তাদের ছিটকে দিয়ে কোপা দেল রের সেমি-ফাইনালে উঠে গেছে সেল্তা দে ভিগো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2017, 10:13 PM
Updated : 25 Jan 2017, 10:41 PM

বুধবার রাতে সেল্তার মাঠে কোয়ার্টার-ফাইনালে ফিরতি লেগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। দানিলোর আত্মঘাতী ভুলে পিছিয়ে পড়ার পর রোনালদোর নৈপুণ্যে সমতায় ফিরেছিল রিয়াল। দানিয়েল ভাসের গোলে ফের পিছিয়ে পড়ার পর লুকাস ভাসকেস দলকে সমতায় ফেরান।

দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে শেষ চারে উঠেছে সেল্তা ভিগো। প্রথম লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে জিতেছিল তারা।   

ঢিমেতালে শুরু ম্যাচের প্রথমার্ধের শেষ ১০ মিনিটে রিয়ালের রক্ষণে চাপ বাড়ায় সেল্তা। ৩৫তম মিনিটে নিজেদের ভুলেই গোল খেতে বসেছিল অতিথিরা। কাসেমিরো ডি-বক্সে বল বিপদমুক্ত করতে গিয়ে ইয়াগো আসপাসের পায়ে তুলে দিয়েছিলেন। তবে এই স্প্যানিশ ফরোয়ার্ড ঠিকমতো শট নিতে না পারায় সে যাত্রায় বেঁচে যায় জিদানের দল।

খানিক বাদে আরেক দফা রক্ষা রিয়ালের। দারুণ এক পাল্টা আক্রমণে ডি বক্সে ঢুকে জোরালো শট নেন সুইডিশ ফরোয়ার্ড গিদেত্তি। বাঁ-দিকে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান কিকো কাসিয়া।

বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেনি রিয়াল। ৪৪তম মিনিটে সুইডিশ ফরোয়ার্ড গিদেত্তির নীচু শট ঠেকিয়ে দিয়েছিলেন কাসিয়া; কিন্তু ফিরতি বল বাঁ-দিক দিয়ে ছুটে আসা দানিলোর পায়ে লেগে জালে ঢুকে যায়। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ইউরোপ চ্যাম্পিয়নরা।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা রিয়াল আক্রমণে ধার বাড়ায়। তবে নিশ্চিত কোনো সুযোগ মিলছিল না। অবশেষে ৬২তম মিনিটে রোনালদোর সেই চমৎকার ফ্রি-কিক। প্রায় ২৫ গজ দূর থেকে তার কোনাকুনি শট রক্ষণ দেয়ালের উপর দিয়ে ঠিকানা খুঁজে পায়।

পরের পাঁচ মিনিটে এগিয়ে যাওয়ার দুটি সুযোগ হারায় রিয়াল। ছয় গজ বক্সের মধ্যে সের্হিও রামোসের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর বেনজেমার হাফ-ভলিও পোস্টের একটু বাইরে দিয়ে চলে যায়।

৮৫তম মিনিটে রক্ষণের দুর্বলতায় ফের পিছিয়ে পড়ে রিয়াল। রামোস-কাসেমিরোদের বল বিপদমুক্ত করার সুযোগ ছিল যথেষ্ট। কিন্তু তাদের ব্যর্থতায় ডি-বক্সের মুখে বল পেয়ে নীচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ডেনমার্কের ডিফেন্ডার ভাস।

তাতে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়া রিয়ালের সব আশা মূলত ওখানেই শেষ হয়ে যায়। তারপরও নির্ধারিত সময়ের শেষ মিনিটে হেডে বল জালে জড়িয়ে নাটকীয় কিছুর সম্ভাবনা জাগান বদলি নামা লুকাস ভাসকেস। শেষ পর্যন্ত অবশ্য তার কিছুই হয়নি। 

দিনের অন্য ম্যাচে এইবারের মাঠে ২-২ গোলে ড্র করে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে আতলেতিকো মাদ্রিদ। প্রথম লেগে ৩-০ গোলে জেতা দিয়েগো সিমেওনের দলের দুই লেগ মিলিয়ে জয় ৫-২ ব্যবধানে।