অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে সেরেনা

রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে দারুণভাবে এগিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার-ফাইনালে নবম বাছাই ইয়োহানা কোন্তাকে ৬-২ ও ৬-৩ গেমে উড়িয়ে দিয়েছেন ছয়বারের এই অস্ট্রেলিয়ান ওপেন জয়ী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2017, 10:12 AM
Updated : 25 Jan 2017, 10:33 AM

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠার পথে সেরেনা মুখোমুখি হবেন অবাছাই মিরিয়ানা লুচিচ-বারোনির। মেলবোর্নে বুধবার এই ক্রোয়েশিয়ান ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে হারান পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভাকে।

সেরেনার কাছে হারার আগে দারুণ ছন্দে ছিলেন ব্রিটেনের কোন্তা। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করা পর্যন্ত টানা নয়টি ম্যাচ ও ১৮টি সেট জিতেন তিনি। কিন্তু ক্যারিয়ারে সেরেনার সঙ্গে প্রথম সাক্ষাতে তেমন লড়তে পারলেন না।

এই জয়ে দারুণ এক অর্জনের আরও কাছে চলে এসেছেন সেরেনা। আর দুটি ধাপ পেরুতে পারলেই টেনিসের উন্মুক্ত যুগে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন ৩৫ বছর বয়সী এই তারকা।

নারী এককের অপর সেমিফাইনালে সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামস মুখোমুখি হবেন স্বদেশি কোকো ভ্যানডিওয়ের সঙ্গে।