রদ্রিগেসের নতুন চোটে জিদানের দুঃশ্চিন্তা বাড়লো

রিয়াল মাদ্রিদে খেলোয়াড়দের চোট সমস্যা বেড়েই চলেছে। বাঁ পায়ের কাফ মাংসপেশিতে সমস্যার কারণে আগে থেকেই দলের বাইরে থাকা হামেস রদ্রিগেস এবার অন্য পায়েও চোট পেয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2017, 04:05 PM
Updated : 24 Jan 2017, 04:05 PM

বাঁ-পায়ের কাফে চোটের কারণে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে খেলতে পারেননি কলম্বিয়ার এই মিডফিল্ডার। এবার ডান পায়েও একই জায়গায় চোট পেয়েছেন তিনি। স্থানীয় গণমাধ্যমের খবর, নতুন চোটের কারণে তাকে আরও দুই-তিন সপ্তাহ বাইরে থাকতে হবে।

বুধবার কোপা দেল রে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে সেল্তা দে ভিগোর মাঠে খেলবে রিয়াল। আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে রদ্রিগেসের নতুন করে চোট পাওয়ার কথা জানান জিনেদিন জিদান।

“হামেসের অন্য পায়েও সমস্যা আছে। এটা পেশির টান, (গুরুতর) চোট নয়। এটা ভালো দিক।”

সান্তিয়াগো বের্নাবেউয়ে চোট পেয়ে ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকাটা বেশ লম্বা। গ্যারেথ বেল, রদ্রিগেস, দানি কারভাহাল, পেপে, দানিলো, ফাবিও কোয়েন্ত্রাওদের সঙ্গে সম্প্রতি যোগ হন মার্সেলো ও লুকা মদ্রিচ।

গুরুত্বপূর্ণ এইসব খেলোয়াড়দের ছাড়াই সেল্তার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে যাচ্ছে রিয়াল। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলে হারায় এবার কঠিন পথ পাড়ি দিতে হবে তাদের।