বুসকেতসের শূন্যতা পূরণ করা কঠিন: সুয়ারেস

এইবারের মাঠে দাপুটে জয় পেলেও বেশ কিছুদিনের জন্য সের্হিও বুসকেতসকে হারানোর দুঃশ্চিন্তা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে। মাঝমাঠে এই স্প্যানিয়ার্ডের শূন্যতা দল অনুভব করবে বলে মনে করেন লুইস সুয়ারেস।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2017, 02:05 PM
Updated : 23 Jan 2017, 03:09 PM

লা লিগায় রোববারের ম্যাচে দশম মিনিটে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন বুসকেতস। তার অনুপস্থিতিতে এই ম্যাচে অবশ্য মোটেও ভাবতে হয়নি বার্সেলোনাকে। সহজেই ৪-০ গোলে জেতে তারা।

কিন্তু সামনের ম্যাচগুলোতে বুসকেতসের অভাব অনুভূত হবে বলেই মনে করেন সুয়ারেস। ২৮ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডারের গুরুত্ব বোঝাতে প্রতিষ্ঠিত তারকা ও অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে তার তুলনা করেন উরুগুয়ের স্ট্রাইকার।

“আমরা জানি যে, সের্হিও খুব গুরুত্বপূর্ণ সতীর্থ এবং সে আমাদেরকে বল নিয়ন্ত্রণে রাখতেও অনেক সাহায্য করে। ইনিয়েস্তার মতো তাকে হারানোও অনেক বড় ক্ষতি।”

পায়ের পেছনের মাংসপেশির চোটের কারণে এইবারের বিপক্ষে খেলতে পারেননি ইনিয়েস্তা।

বুসকেতসকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনও জানায়নি দলটি। তবে শুরুতে বুসকেতসের চোট যতটা বড় মনে হয়েছিল ততটা গুরুতর নয় বলে জানিয়েছেন দলটির কোচ লুইস এনরিকে।

১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া।

এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।