চতুর্থ রাউন্ডেই বিদায় নিলেন শীর্ষ বাছাই মারে

প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে কোনো গ্র্যান্ড স্ল্যাম খেলতে এসেছিলেন অ্যান্ডি মারে। তবে ব্রিটিশ এই তারকাকে বিদায় নিতে হলো অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 01:09 PM
Updated : 22 Jan 2017, 01:11 PM

মেলবোর্নের রড লেভার অ্যারেনায় রোববার ৭-৫, ৫-৭, ৬-২, ৬-৪ গেমে বিশ্ব র‌্যাঙ্কিয়ের ৫০ নম্বর খেলোয়াড় মিশা স্ভেরেভের কাছে হারেন পুরুষ টেনিসের এক নম্বর তারকা মারে।

২০০৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনের পর কোনো গ্র্যান্ড স্লামে এর চেয়ে কম র‌্যাঙ্কিংয়ের কোনো খেলোয়াড়ের কাছে হারেননি দুটি উইম্বলডন ও একটি ইউএস ওপেন জেতা মারে।

চোট জর্জর ক্যারিয়ারে ২৯ বছর বয়সী স্ভেরেভ এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার-ফাইনালে উঠলেন।

প্রায় সাড়ে তিন ঘণ্টার লড়াইয়ে হেরে যাওয়ার পর তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারে প্রতিপক্ষকে অভিনন্দন জানান।

“সেই জেতার যোগ্য কারণ সে যখন পিছিয়ে ছিল তখন দারুণ খেলছে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতেও সে দারুণ খেলেছে।”

এর আগে দ্বিতীয় রাউন্ডে অঘটনের শিকার হন দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচ। ফলে ২০০৪ সালের ফরাসি ওপেনের পর এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যাম পুরুষ এককের দুই সেরা বাছাইকে ছাড়াই দ্বিতীয় সপ্তাহে পা রাখছে।