চতুর্থ রাউন্ডে নাদাল-সেরেনা

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের প্রথম সেটে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় পেয়েছেন রাফায়েল নাদাল। সহজ জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2017, 03:40 PM
Updated : 21 Jan 2017, 03:40 PM

মেলবোর্নে শনিবার জার্মানির আলেক্সান্দার স্ভেরেভের বিপক্ষে জিততে বেগ পেতে হয়েছে নাদালকে। প্রথম সেট হারের পর ঘুরে দাঁড়িয়ে দীর্ঘ চার ঘন্টা ছয় মিনিটের লড়াইয়ে ৪-৬, ৬-৩, ৬-৭, ৬-৩ ও ৬-২ গেমে জয় নিশ্চিত করেন প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন।

শেষ ষোলো নিশ্চিত করতে লড়াই করতে হয়েছে তৃতীয় বাছাই কানাডার মিলোস রায়োনিচকেও। ফ্রান্সের জিলস সিমোকে ৬-২, ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান তিনি।

জয় পেয়েছেন দ্বিতীয় রাউন্ডে নোভাক জোকোভিচকে হারিয়ে দেয়া র‌্যাঙ্কিংয়ের ১১৭তম স্থানে থাকা দেনিস ইস্তোমিনও।

মেয়েদের এককে রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে আরেক ধাপ এগিয়েছেন র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর সেরেনা। ৬৬ মিনিটেই স্বদেশি নিকোলে গিবসকে সরাসরি ৬-১, ৬-৩ গেমে উড়িয়ে দেন ২২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা।

এবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলে টেনিসের উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়বেন ৩৫ বছর বয়সী সেরেনা।

র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর ডেনমার্কের কারোলিন ওজনিয়াকিকে ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন নবম বাছাই ব্রিটেনের জোহান্না কোন্তা।

ষষ্ঠ বাছাই দমিনিকা চিবুলকোভাকে হারিয়েছেন ৩০তম বাছাই রাশিয়ার ইকাতারিনা মাকারোভা।