‘মেসির বার্সা ছাড়ার সম্ভাবনা নেই’

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির চুক্তি নবায়নের অনিশ্চয়তা নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডের বাবা ও এজেন্ট জানিয়েছেন, তার কাম্প নউ ছাড়ার কোনো সম্ভাবনা নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 02:46 PM
Updated : 20 Jan 2017, 02:46 PM

লা লিগা চ্যাম্পিয়নদের সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত। অনেক দিন ধরেই আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে চুক্তি নবায়নের কথা বলে আসছে বার্সেলোনা কর্তৃপক্ষ। গত নভেম্বরে সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছিলেন, ২৯ বছর বয়সী তারকার সঙ্গে অচিরেই নতুন চুক্তি করবে তারা। কিন্তু এখন পর্যন্ত তা হয়নি।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার অবশ্য শুরু থেকেই কাম্প নউয়ে থেকে যাওয়ার ইচ্ছার কথা বলে আসছেন। তার বাবা হোর্হে মেসিও তেমনটাই বললেন।

কাদেনা সের রেডিওকে তিনি বলেন, “মেসি বার্সেলোনা ছাড়বে, এমন কোনো সম্ভাবনা নেই।”

বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক মেসি বরাবরের মতো চলতি মৌসুমেও আছেন দুর্দান্ত ফর্মে। ১৪টি গোল নিয়ে এবারের লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা তিনিই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তার গোল সংখ্যা ২৭টি।