সিটির হয়ে শিরোপা জেতার লক্ষ্য জেসুসের

ম্যানচেস্টার সিটিতে আসার পরপরই লক্ষ্যের কথা জানিয়ে দিয়েছেন গাব্রিয়েল জেসুস। ব্রাজিলের এই তরুণ ফরোয়ার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে শিরোপা জিততে মরিয়া। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 11:39 AM
Updated : 20 Jan 2017, 11:39 AM

গত অগাস্টে সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন জেসুস। তবে ইংল্যান্ডে এসেছেন পালমেইরাসের হয়ে ব্রাজিলের ফুটবল মৌসুম শেষ করার পর। বৃহস্পতিবার ১৯ বছর বয়সী এই খেলোয়াড়কে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে হাজির করে সিটি।

জেসুস এমন সময় সিটিতে যোগ দিচ্ছেন, যখন ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে কোচ পেপ গুয়ার্দিওলার দল পিছিয়ে পড়ছে।

গত রোববার প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে সিটি ৪-০ গোলে এভারটনের কাছে হেরে যায়। ২১ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দলটি, শীর্ষে থাকা চেলসির সঙ্গে পার্থক্য ১০ পয়েন্ট। গুয়ার্দিওলাও মনে করছেন, শিরোপা জয়ের আশা শেষ তাদের।

তবে আশাবাদী নতুন মুখ জেসুস। সিটির ওয়েবসাইটকে এই ফরোয়ার্ড বলেন, “আমি শিরোপাগুলো জিততে চাই এবং ম্যানচেস্টার সিটি এমন একটি ক্লাব যারা (শিরোপা) জিততে অভ্যস্ত।"

“সিটির জার্সি গায়ে শিরোপাগুলো জিততে চাই, সুখী হতে চাই এবং ম্যানচেস্টার সিটির সমর্থকদের খুশি করাই আমার স্বপ্ন।”