ইংলিশ ফুটবলে ‘ইতিহাস গড়বে’ ব্রাজিলের জেসুস

পালমেইরাস থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো গাব্রিয়েল জেসুস ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়বে বলে মনে করেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রিভালদো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2017, 11:08 AM
Updated : 20 Jan 2017, 11:08 AM

ব্রাজিলের জেসুসের সঙ্গে গত অগাস্টে চুক্তি করে সিটি। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে আনা হয়। চলতি সপ্তাহেই ইতিহাদ স্টেডিয়ামে অভিষেক হতে পারে এই তরুণ খেলোয়াড়ের।

ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে এভারটনের কাছে হেরে যাওয়া ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে।

রিভালদো বিশ্বাস করেন, তার স্বদেশি জেসুস কোচ পেপ গুয়ার্দিওলার পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে। এ জন্য তাকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সিটি সমর্থকদের সময় দিতে হবে।

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা রিভালদো এক অনুষ্ঠানে বলেন, “সে (জেসুস) ভবিষ্যতের খেলোয়াড়। সে একজন নতুন খেলোয়াড়, বয়স মাত্র ১৯ এবং সে ইংল্যান্ডে ফুটবল খেলছে, যা কঠিন, সহজ নয়। এই শীতল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে।”

“কিন্তু আমি মনে করি, সে ইংলিশ ফুটবলে ইতিহাস গড়ার মতোই একজন খেলোয়াড়। কারণ সে একজন বড় মাপের খেলোয়াড়।”