মোহামেডানের দায়িত্বে সেন্টু

প্রিমিয়ার লিগের মাঝপথে জসিমউদ্দিন জোসির বিদায়ের পর মোহামেডান স্পোর্টিং ক্লাব বলতে গেলে ছিল কোচহীন। লিগে দলটি চলেছেও খুঁড়িয়ে খুঁড়িয়ে। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আগে ঐতিহ্যবাহী ক্লাবের দায়িত্ব পেয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাবেক কোচ আব্দুল কাইয়ুম সেন্টু।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 05:33 PM
Updated : 19 Jan 2017, 05:33 PM

আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় আসর। গত আসরে জোসির হাত ধরে সেমি-ফাইনাল খেলেছিল মোহামেডান। তবে প্রিমিয়ার লিগ তারা শেষ করে ১২ দলের মধ্যে দশম স্থানে থেকে।

এ মৌসুমে ঐতিহ্যের ‘কঙ্কাল’ হয়ে থাকা মোহামেডানকে টেনে তোলার কাজটা যে সহজ নয়, তা মানছেন সেন্টুও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তাই দলটির সমর্থকদের বড় স্বপ্ন দেখালেন না তিনি।

“দলটা এখনও পুরোপুরি হাতে পাইনি। আশা করি, দুই-তিন দিনের মধ্যে পেয়ে যাব। যারা আছে, তাদের সঙ্গে আরও কয়েকজন বাইরের খেলোয়াড় যোগ করার ইচ্ছা আছে। চ্যালেঞ্জ নিতেই মোহামেডানের দায়িত্ব নিয়েছি। ইনশাল্লাহ, ভালো কিছু এনে দিতে পারব। এর চেয়ে বেশি কিছু এ মুহূর্তে বলতে পারছি না।”

“শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ দিয়েই মোহামেডান কোচ হিসেবে আমার মিশন শুরু হবে। বড় স্বপ্ন দেখাচ্ছি না। তবে এতটুকু বলতে পারি, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব সমর্থকদের ভালো কিছু এনে দেওয়ার। আশা করি, দলের মান রাখতে পারব।”