বিজয় দিবস টেনিসে আলমগীর-প্রীতি সেরা

বিজয় দিবস টেনিসে পুরুষ এককে সেরা হয়েছেন নরডিক ক্লাবের আলমগীর হোসেন। মেয়েদের এককে সেরা হয়েছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আফরানা ইসলাম প্রীতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 04:19 PM
Updated : 19 Jan 2017, 04:19 PM

বাংলাদেশ টেনিস ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, রমনার টেনিস কমপ্লেক্সে বৃহস্পতিবার ছেলেদের এককের ফাইনালে ৬-৩, ৬-৪ গেমে মামুন ব্যাপারীকে হারান আলমগীর। মেয়েদের এককে নিজ দলের ঈশিতা আফরোজকে ৪-৬, ৭-৫, ৭-৫ গেমে হারান প্রীতি। 
 
পুরুষ দ্বৈতে শেখ হাসিবুল হক-মামুন বেপারী জুটি অমল রায়-আনোয়ার হোসেন জুটিকে হারান। মেয়েদের দ্বৈতে সেরা হয়েছেন পপি আক্তার-ঈশিতা জুটি।
 
এছাড়া বালক এককের অনূর্ধ্ব-১৬ বিভাগে জুয়েল রানা, অনূর্ধ্ব-১৪ বিভাগে ইমন ইসলাম, অনূর্ধ্ব-১২ বিভাগে আলভি, অনূর্ধ্ব-১০ বিভাগে আদনান ও অনূর্ধ্ব-৮ বিভাগে সজিব মোল্লা সেরা হয়েছে।
 
বালিকা এককের অনূর্ধ্ব-১৪ বিভাগে জেরিন সুলতানা, অনূর্ধ্ব-১২ বিভাগে মাসফিয়া আফরিন, অনূর্ধ্ব-১০ বিভাগে প্রত্যাশা দাস ও অনূর্ধ্ব-৮ বিভাগে অশিতা নাওয়ার সেরা হয়।
 
১৯টি ক্লাব ও সংস্থার ২১৫ জন খেলোয়াড় এবারের প্রতিযোগিতার ১৩টি ইভেন্টে অংশ নেয়।