সহজ জয়ে তৃতীয় রাউন্ডে নাদাল-সেরেনা

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Jan 2017, 03:04 PM
Updated : 19 Jan 2017, 03:08 PM

মেলবোর্নে বৃহস্পতিবার অবাছাই সাইপ্রাসের মার্কোস বাগদাতিসকে উড়িয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন নাদাল। ম্যাচটি ৬-৩, ৬-১, ৬-৩ গেমে জেতেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্পেনের এই তারকা।

প্রত্যাশিত জয় পেয়েছেন তৃতীয় বাছাই কানাডার মিলোস রাওনিচও। লুক্সেমবার্গের জিল মুলাঁকে ৬-৩, ৬-৪ ও ৭-৬ গেমে হারান তিনি।

তৃতীয় রাউন্ডে আরও উঠেছেন ষষ্ঠ বাছাই ফ্রান্সের গায়েল মফিস।

মেয়েদের এককে টেনিসের উন্মুক্ত যুগে রেকর্ড ২৩ তম গ্র্যান্ড স্ল্যামের দিকে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী চেক প্রজাতন্ত্রের সাফারোভাকে মাত্র এক ঘন্টা ২৫ মিনিটে ৬-৩ ও ৬-৪ গেমে উড়িয়ে দেন।

ডেনমার্কের কারোলিন ওজনিয়াকিও সহজ জয় পেয়েছেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর তারকা ৬-১ ও ৬-৩ গেমে হারান ক্রোয়েশিয়ান দনা ভেকিচকে।

অনায়াস জয়ে তৃতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন পঞ্চম বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা ও ষষ্ঠ বাছাই স্লোভাকিয়ার দমিনিকা চিবুলকোভা।

অঘটনের শিকার হয়েছেন তৃতীয় বাছাই আগ্নিয়েস্কা রাদভান্সকা। গত তিনটি আসরেই সেমি-ফাইনাল খেলা পোল্যান্ডের এই খেলোয়াড় এবার দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৭৯ নম্বর মিরানা লুচিচ বারোনির কাছে।

প্রতিযোগিতার সবচেয়ে বড় অঘটনের শিকার হয়ে এ দিন ছিটকে পড়েন নোভাক জোকোভিচ। র‌্যাঙ্কিংয়ে ১১৭ নম্বর স্থানে থাকা দেনিস ইস্তোমিনের কাছে হেরে যান গত ছয় আসরে পাঁচবারের চ্যাম্পিয়ন।