সহজ জয়ে তৃতীয় রাউন্ডে মারে-ফেদেরার

স্বরূপে ফিরলেন অ্যান্ডি মারে, তৃতীয় রাউন্ডে ওঠার পথে উড়িয়ে দিলেন তরুণ রুশ খেলোয়াড় আন্দ্রে রুবলেভকে। প্রত্যাশিত জয় পেয়েছেন রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরারও।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2017, 04:12 PM
Updated : 18 Jan 2017, 04:13 PM

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ২০ বছর বয়সী রুবলেভকে ৬-৩, ৬-০, ৬-২ গেমে হারান প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে কোনো গ্র্যান্ড স্ল্যামে আসা মারে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে বুধবার সরাসরি সেটে জিতেছেন ফেদেরারও। অবাছাই যুক্তরাষ্ট্রের নোয়া রুবিনকে ৭-৫, ৬-৩, ৭-৫ গেমে হারান প্রতিযোগিতার চারবারের চ্যাম্পিয়ন এই সুইস তারকা।

সরাসরি সেটে সহজে জিতে তৃতীয় রাউন্ডে আরও উঠেছেন চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের আরেক তারকা স্তানিস্লাস ভাভরিঙ্কা ও পঞ্চম বাছাই জাপানের কেই নিশিকোরি।

মেয়েদের সেরা বাছাই জার্মানির আঞ্জেলিক কেরবারকে এদিনও জিততে বেশ বেগ পেতে হয়েছে। স্বদেশি অবাছাই কারিনা উইটহোয়েফটকে ৬-২, ৬-৭, ৬-২ গেমে হারান কেরবার।

সহজেই সরাসরি সেটে জিতে বছরের প্রথম  গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে উঠেছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস।